তোমাকে দেওয়া শেষ চিঠি ।
August 18, 2017
তোমাকে দেওয়া শেষ চিঠি ।
যানি অনেক ভালো আছো । যানো আমি ভালো ছিলাম না ।।কিন্তু আজ ভাল আছি কেনো জানো আজ
আমি বুঝে গেছি ্আজ আমি নিজেকে বোঝাতে পারছি ,আজ আমি আমার স্বপ্ন গুলা কে মেরে
ফেলেছি ...
যানো তোমাকে হয়ত কখনো ভালোবাসি এই কথাটা বলি নাই কেনো জানো আমার ভালোবাসাটা
একটু ভিন্ন ছিলো ... আমার মনে হয় বার বার মুখে ভালোবাসি বললেই কওকে অনেক বেশি
ভালোবাসার প্রমান হয়না ...।
আমার কাছে ভালোবাসা মানে অনেক বেশি দায়িত্ব , কেয়ারিং,
হাজার বাস্ততার মাঝেও ভালোবাসার মানুষটিকে একটা ছোট্ট এস,এম, এস দিয়েও তার
একটু খবর নেয়া যাই ..তোমার মনে পরে আমাদের প্রথম পরিচয় ,প্রথম দেখা , প্রথম হাতে
হাত রাখা্,যানো তুমি আমার সাথে দেখা করতে আসলে আমি ইচ্ছা করে দেরি করাইতাম কেন
জানো আমার খুব ইচ্ছা করত যে সব সময় তোমার দুহাত ধরে তোমার দুচোখের দিকে তাকিয়ে থাকতে
...তোমার মনে আছে আমি ইচ্ছা করে তোমার থেকে বার বার কিচ চেয়ে নিতাম কেনো জানো আমি চাইতাম তুমি আমার এই ছোট্ট ছোট্ট দুস্টামিগুলা
/ পাগলামি গুলা বুঝবে যে আমার ভালোবাসার গভিরতা...।
আসোলে কাওকে বেশি গুরুপ্ত দিলে
সেটার মূল্য বুঝে না।। দেখো আমি তোমার কথা ভাবতে ভাবতে আমার সবথেকে গুরুপ্তময়
প্রেজেন্টেশন ভুলে যাই ।।যেটা আগে কখন হয় নাই । আর তুমি ...? এতটাই বিজি তোমার
কাজে যে আমাকেই ভুলে যাও ।।যানো সব সময় সরি বলে সব অনুভুতির সামাধান করা যাই
না...। তোমার এত কিছুতেও কিন্তু আমি কিছু মনে করি নাই সুধু একটু ভেবেছিলাম যে
আমাকে একটা ফোন দিবে ... যখন যান্তে পারলে আমি অসুস্ত সে সময় ও একটা ফোন করবে
...কিন্তু দেখো আম কত্ত বোকা ... তুমি তো অনেক বিজি ...।সুতারাং এতোকিছু কেন আমি
আশা করি ...।।
আসলে কি জানো তোমাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসতাম ভেবেছিলাম আমার এই ছট্ট রাজ্জের
রানি করে বাকি জীবন টাই পার করে দিবো...
কিন্তু স্বপ্নটাই তো আমার একার ছিলো... এইটাই তো বাস্তব যে সব কিছু চাইলেই পাওয়া যাই না
...সব স্বপ্ন মধুর হয় না ।।কিছু স্বপ্ন দুস্বপ্ন ও হয় ...।