অভিমানী ভালোবাসা

প্রেম কাহানী তে কষ্ট থাকবে না সেটা কখনো হয়। আর সেটা আসল প্রেম কাহানী হোক আর গল্প কাহানী হোক । ভালোবাসা শুধু সুখের হয় না, দুখেরও হয়, তাই আমরা সেই দুঃখ কে ভুলাতে নিয়ে এসেছি কিছু সুখ আর দুঃখের কাহানী, অভিমানী ভালোবাসা।

Breaking

Friday, August 18, 2017

August 18, 2017

তোমাকে দেওয়া শেষ চিঠি ।



যানি অনেক ভালো আছো । যানো আমি ভালো ছিলাম না ।।কিন্তু আজ ভাল আছি কেনো জানো আজ আমি বুঝে গেছি ্‌আজ আমি নিজেকে বোঝাতে পারছি ,আজ আমি আমার স্বপ্ন গুলা কে মেরে ফেলেছি ...
তোমাকে দেওয়া শেষ চিঠি ।

যানো তোমাকে হয়ত কখনো ভালোবাসি এই কথাটা বলি নাই কেনো জানো আমার ভালোবাসাটা একটু ভিন্ন ছিলো ... আমার মনে হয় বার বার মুখে ভালোবাসি বললেই কওকে অনেক বেশি ভালোবাসার প্রমান হয়না ...।
আমার কাছে ভালোবাসা মানে অনেক বেশি দায়িত্ব , কেয়ারিং,
হাজার বাস্ততার মাঝেও ভালোবাসার মানুষটিকে একটা ছোট্ট এস,এম, এস দিয়েও তার একটু খবর নেয়া যাই ..তোমার মনে পরে আমাদের প্রথম পরিচয় ,প্রথম দেখা , প্রথম হাতে হাত রাখা্‌,যানো তুমি আমার সাথে দেখা করতে আসলে আমি ইচ্ছা করে দেরি করাইতাম কেন জানো আমার খুব ইচ্ছা করত যে সব সময় তোমার দুহাত ধরে তোমার দুচোখের দিকে তাকিয়ে থাকতে ...তোমার মনে আছে আমি ইচ্ছা করে তোমার থেকে বার বার কিচ চেয়ে নিতাম কেনো  জানো আমি চাইতাম তুমি আমার এই ছোট্ট ছোট্ট দুস্টামিগুলা / পাগলামি গুলা বুঝবে যে আমার ভালোবাসার গভিরতা...।
জীবনের শেষ সীমানায়


 আসোলে কাওকে বেশি গুরুপ্ত দিলে সেটার মূল্য বুঝে না।। দেখো আমি তোমার কথা ভাবতে ভাবতে আমার সবথেকে গুরুপ্তময় প্রেজেন্টেশন ভুলে যাই ।।যেটা আগে কখন হয় নাই । আর তুমি ...? এতটাই বিজি তোমার কাজে যে আমাকেই ভুলে যাও ।।যানো সব সময় সরি বলে সব অনুভুতির সামাধান করা যাই না...। তোমার এত কিছুতেও কিন্তু আমি কিছু মনে করি নাই সুধু একটু ভেবেছিলাম যে আমাকে একটা ফোন দিবে ... যখন যান্তে পারলে আমি অসুস্ত সে সময় ও একটা ফোন করবে ...কিন্তু দেখো আম কত্ত বোকা ... তুমি তো অনেক বিজি ...।সুতারাং এতোকিছু  কেন আমি আশা করি ...।। 
কিছু সময় একা থাকতেও  ভালো লাগে

আসলে কি জানো তোমাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসতাম ভেবেছিলাম আমার এই ছট্ট রাজ্জের রানি করে বাকি জীবন টাই পার করে দিবো...
কিন্তু স্বপ্নটাই তো আমার একার ছিলো...  এইটাই তো বাস্তব যে সব কিছু চাইলেই পাওয়া যাই না ...সব স্বপ্ন মধুর হয় না ।।কিছু স্বপ্ন দুস্বপ্ন ও হয় ...। 

Thursday, August 17, 2017

August 17, 2017

ফেছবুক প্রেম

ফেছবুকের মাধ্যেমে
যে সম্পর্ক গুলো হয় তা বড় রহস্যময়
খুব জলদি ঘনিষ্ঠ হয়
ফেছবুক প্রেম

আবার জলদি সম্পর্কগুলো নষ্ট হয়
August 17, 2017

আমার কাছে তোমার মূল্য অনেক বেশি

আমার কাছে তোমার মূল্য অনেক বেশি
আমার কাছে তোমার মূল্য অনেক বেশি
তাই তুমি আমায় মূল্যহীন ভাবো।
যে দিন তুমি অন্য কারোর কাছে মূল্যহীন হবে,
সেদিন বুঝবে মূল্যহীনতার ব্যথা কতো বেদনার...
August 17, 2017

শূন্য মনে আজও খুজি বেড়াই তোমায়

শূন্য মনে আজও খুজি বেড়াই তোমায়
তুমি কি হবে আমার...

শূন্য মনে আজও খুজি বেড়াই তোমায়

হারিয়ে গেছ অন্য মনের ভূবনে
স্বপ্ন টা রয়ে গেছে আমারই মনে..!!!
দুঃখের নিশ্বাস ছাড়ি অবেলা মনে
তোমায় মনে করে..
August 17, 2017

অবুঝ মন কিছুতেই বুঝে না

রাত বাড়ছে।।
ক্লান্ত অসার শরীরটা বিশ্রাম চাচ্ছে।।
চোখ দু'টো ক্লান্তিতে মিলিয়ে হারিয়ে
যেতে চাচ্ছে
অবুঝ মন কিছুতেই বুঝে না

গভীর কোন রাজ্যে।
কিন্তু মন!
সে প্রতিরাতের মত আজো বাঁধ সেধেছে!!
সব হেরে যাচ্ছে।।
August 17, 2017

খুব সুন্দর ছিলো তোমার অভিনয়

খুব সুন্দর ছিলো তোমার অভিনয়
হয়তো অভিনয় করে তুমি জিতে
গেছো
খুব সুন্দর ছিলো তোমার অভিনয়

আর আমি হেরে গেছি !
কিন্তু অভিনয় করে জিতে গেলেও
আমার ভালোবাসার কাছে তুমি
পরাজিত রয়ে গেলে..
স্বার্থপর দুনিয়ায় কেউ কারো নয়।
যতদিন ভালো লাগে পাশে বসে
রয়
স্বার্থ হাসিল হলে ভুলে যায় সব।
ফেলে যায় তাকে, দিয়ে যায় তার
মিথ্যে পরিচয়.
August 17, 2017

চলেই যদি যাবে, তবে কেন এসেছিলে আমার সাজানো জীবনে..?

চলেই যদি যাবে, তবে কেন এসেছিলে আমার সাজানো
জীবনে..?
এলো মেলো জীবন

ভালই তো ছিলাম একা একা।
একাই পথ চলতে শিখেছিলাম,
চলছিলামও বেশ ভালই,

হঠাত করে ই জীবনে এলে তুমি,
স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে চলেও গেলে দূরে,
মাঝখানে এলোমেলো করে দিলে আমার
সাজানো পৃথিবীটাকে...


Wednesday, August 16, 2017

August 16, 2017

ভালোবাসার শেষ চিঠি, আমাদের গল্পটা অসমাপ্তই রয়ে গেলো। Romantic poem in bangla sad kobita

কেমন আছো্‌,?? জানি ভালোই আছো ,জানো আমিও ভালোই আছি । মনে আছে সে দিন গুলি ,?যখন রাত জেগে কথা বলতাম , chat করতাম ,আমার ঘুম পেলে তোমার অভিমান হোত ? মনে আছে আমাদের প্রথম পরিচয়ের কথা ,?প্রথম দেখা ।??
ভালোবাসার শেষ চিঠি
ধিরে ধিরে তোমার প্রতি দুর্বল হয়ে যাই ।একটা সময় ছিলো যখন মনে হতো তোমাকে ছাড়া বাচবো না । আসোলেই ভুল বলতাম দেখো ঠিকিই বেচে আছি । জানো সবাই ভাবে আমি তোমাকে ভুলে গিয়েছি তুমিও তাই ভাব তাই না?
আচ্ছা আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? আমাকে কি একটুও মিস করো না?জানো আমার যখন তোমার কথা মনে পড়ে তখন আমি আমাদের পূরানো টেক্সট গুলা পড়ি আর ভাবি কত পাগল ছিলাম আমরা কত পাগলামি ই না করতাম আমরা  ,...।।
একটু কিছুই হলেই অভিমান করতে ,আর রাগ দেখাতাম আমি অন্ন সবার মতো আমাদের মাঝে মাঝে ঝগড়া হতো ।  কিন্তু সেটা কিচ্ছুক্ষনের জন্য আচ্ছা তোমার মনে পড়ে আমাদের আমাদের একসাথে কাটানো সময় গুলা ...?
কত সুখেই না ছিলাম আমরা  দুঃখিত আমারা না শুধুই আমি , তুমি কি ভাবে শুখি থাকবে আমার সাথে তুমি তো আমাকে ভালইবাসোনি ,তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে কখনো একা ফেলে চলে যাবে না।
মানুষ বলে না Love is Blind ঠিকই বলে সবাই ।আমিও না তোমাই ভালোবেসে অন্ধ ছিলাম তাই আমি তোমার অভিনয় ধরতে পারি নি ।।
যাই হোক তুমি যে অন্ন কার ছিলে সেটা আমাকে বললেই পারতে মিছে মিছে আমাকে নিয়ে না খেল্লেই পারতে ...আচ্ছা এখন যার আকাশে উরে বেরাও সে কি আমার থেকেও বেশি ভালোবাসে তোমাই ?
হয়তবা না ।।কেন না বাসলে তুমি বাসতে না ।এটাই যগতের নিয়ম কাওকে বেশি গুরুপ্ত দিলে তার মর্ম বুঝে না ।
যাই হক আজ আমি নিজেকে মানিয়ে নিতে শিখেছি ্‌ এখন আর তোমার জন্য মন খারাপ করি না , এখন তোমার জন্য চোখের জল ঝরাই না ,...।।

......# RJ Nirob #

Sunday, August 13, 2017

August 13, 2017

বেকারত্ব ভালবাসা

এই বেকারত্ব জীবনে তোমাকে পাওয়া 

সমুদ্রের তলদেশ থেকে একটা আলপিন খুঁজে পাবার মতই; অসম্ভব!
August 13, 2017

কাল্পনিক

সেই মায়াবী রাতের আলো ছায়াঃ

রাত দুটো কি তিনটে হবে! ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে আছি। ঠিক বা পাশেই গিটারটা। আজকের রাতটা শুধু আমার এই টাইপ ব্যাপার স্যাপার। আমি জানি আমি এত রাতে একা নই। আমার ঠিক বিপরীত পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। 

প্রত্যেকদিন এসময় আসে কিনা জানিনা কিন্তু আমি যেদিনই আসি এদিনই দেখি। কখনো তার চেহারা দেখি নাই, দেখার ইচ্ছাও নাই। থাকুক সে তার মত
হয়ত এই রাতটা আমার নয়, তারই 
  # RJ Nirob# 
August 13, 2017

Emotional life story | অবহেলীত এক জীবনের গল্প । ....

অবহেলীত এক জীবনের গল্প । Emotional  life story ....

অবহেলার একটা লিমিট থাকা দরকার...।
কেউ একজন তোমাকে দিনের পর দিন কেয়ার
করে যাচ্ছে
আর তুমি সেগুলো মুচকি হেসে এড়িয়ে গিয়ে
ভাবছো 'এসবই তোমার প্রাপ্য...
এরকম তো কতোজনই আছে কেয়ার করার
মতো,
https://web.facebook.com/nirobjoy71
যদি এমনটি ভেবে থাকো তাহলে তুমি ভুল
ভাবছো...।
হাজার মানুষের কেয়ারের ভিড়ে তুমি আসল
মানুষের আলাদা কেয়ারটুকু টের পাচ্ছোনা।
একদম না।
কেউ একজন তোমার ছোট্ট একটি "লেখার
আশায় ঘন্টার পর ঘন্টা মোবাইলে ডাটা অন
রেখে
কি পরিমান ছটফট করতে পারে তুমি
সেটা দেখতে পাওনা বলে এমনটা ভাবছো...।
মেসেজবক্সে হাজার হাজার শব্দ মিলিয়ে দু-
ঘন্টা ধরে সাজানো কষ্টের
ভাষা গুলো লিখে সেন্ড করার ঠিক
আগ মূহুর্তে ডিলিট বাটনে
চাপ দিয়ে ধরে রাখাটা যে কতটা
যন্ত্রনার তুমি সেটা বোঝোনা বলে এমনটি
করো...।
তোমার একটি মাত্র ফোন কলের আশায়
বিছানার এপাশ-ওপাশ করে কতো যে নির্ঘুম
রাত কেটে গেছে।
তুমি সেটা কখনই জানতে
চাওনি বলে মানুষটিকে সস্তা ভাবো...।
বিশ্বাস করো তোমার থেকে
অবহেলা পাওয়া এই মানুষটা মোটেই সস্তা
কোনো মানুষ নয়.., অদ্ভুত রকমের একটা ধর্য্য-
শক্তি আছে এর মাঝে...।
মনে রাখবে "ধাক্কা দিয়ে ফেলে দেওয়া
মানুষের অভাব নেই পৃথিবীতে...।
কিন্তু পড়ে যাওয়া মানুষটিকে হাত
ধরে টেনে তোলার মানুষের বড়ই
অভাব..। খুব, খুব অভাব..।
তাই কাউকে পেয়েও হারিয়ে যেতে দিওনা।
#Rj_Nirob আমি সেই ছেলে ...।