কেমন আছো্,?? জানি ভালোই আছো ,জানো আমিও ভালোই আছি । মনে আছে সে দিন গুলি ,?যখন রাত জেগে কথা বলতাম , chat করতাম ,আমার ঘুম পেলে তোমার অভিমান হোত ? মনে আছে আমাদের প্রথম পরিচয়ের কথা ,?প্রথম দেখা ।??
ধিরে ধিরে তোমার প্রতি দুর্বল হয়ে যাই ।একটা সময় ছিলো যখন মনে হতো তোমাকে ছাড়া বাচবো না । আসোলেই ভুল বলতাম দেখো ঠিকিই বেচে আছি । জানো সবাই ভাবে আমি তোমাকে ভুলে গিয়েছি তুমিও তাই ভাব তাই না?
আচ্ছা আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? আমাকে কি একটুও মিস করো না?জানো আমার যখন তোমার কথা মনে পড়ে তখন আমি আমাদের পূরানো টেক্সট গুলা পড়ি আর ভাবি কত পাগল ছিলাম আমরা কত পাগলামি ই না করতাম আমরা ,...।।
একটু কিছুই হলেই অভিমান করতে ,আর রাগ দেখাতাম আমি অন্ন সবার মতো আমাদের মাঝে মাঝে ঝগড়া হতো । কিন্তু সেটা কিচ্ছুক্ষনের জন্য আচ্ছা তোমার মনে পড়ে আমাদের আমাদের একসাথে কাটানো সময় গুলা ...?
কত সুখেই না ছিলাম আমরা দুঃখিত আমারা না শুধুই আমি , তুমি কি ভাবে শুখি থাকবে আমার সাথে তুমি তো আমাকে ভালইবাসোনি ,তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে কখনো একা ফেলে চলে যাবে না।
মানুষ বলে না Love is Blind ঠিকই বলে সবাই ।আমিও না তোমাই ভালোবেসে অন্ধ ছিলাম তাই আমি তোমার অভিনয় ধরতে পারি নি ।।
যাই হোক তুমি যে অন্ন কার ছিলে সেটা আমাকে বললেই পারতে মিছে মিছে আমাকে নিয়ে না খেল্লেই পারতে ...আচ্ছা এখন যার আকাশে উরে বেরাও সে কি আমার থেকেও বেশি ভালোবাসে তোমাই ?
হয়তবা না ।।কেন না বাসলে তুমি বাসতে না ।এটাই যগতের নিয়ম কাওকে বেশি গুরুপ্ত দিলে তার মর্ম বুঝে না ।
যাই হক আজ আমি নিজেকে মানিয়ে নিতে শিখেছি ্ এখন আর তোমার জন্য মন খারাপ করি না , এখন তোমার জন্য চোখের জল ঝরাই না ,...।।
......# RJ Nirob #
Wednesday, August 16, 2017
ভালোবাসার শেষ চিঠি, আমাদের গল্পটা অসমাপ্তই রয়ে গেলো। Romantic poem in bangla sad kobita
story
Labels:
bangla love story,
bangla sms,
emotion love,
emotional love,
heart broken love,
love,
love story,
lovely love,
sad love,
soft love,
story
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Thanks For Your Comment