অভিমানী ভালোবাসা

প্রেম কাহানী তে কষ্ট থাকবে না সেটা কখনো হয়। আর সেটা আসল প্রেম কাহানী হোক আর গল্প কাহানী হোক । ভালোবাসা শুধু সুখের হয় না, দুখেরও হয়, তাই আমরা সেই দুঃখ কে ভুলাতে নিয়ে এসেছি কিছু সুখ আর দুঃখের কাহানী, অভিমানী ভালোবাসা।

Breaking

Sunday, August 13, 2017

কাল্পনিক

সেই মায়াবী রাতের আলো ছায়াঃ

রাত দুটো কি তিনটে হবে! ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে আছি। ঠিক বা পাশেই গিটারটা। আজকের রাতটা শুধু আমার এই টাইপ ব্যাপার স্যাপার। আমি জানি আমি এত রাতে একা নই। আমার ঠিক বিপরীত পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। 

প্রত্যেকদিন এসময় আসে কিনা জানিনা কিন্তু আমি যেদিনই আসি এদিনই দেখি। কখনো তার চেহারা দেখি নাই, দেখার ইচ্ছাও নাই। থাকুক সে তার মত
হয়ত এই রাতটা আমার নয়, তারই 
  # RJ Nirob# 

No comments:

Post a Comment

Thanks For Your Comment