সেই মায়াবী রাতের আলো ছায়াঃ
রাত দুটো কি তিনটে হবে! ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে আছি। ঠিক বা পাশেই গিটারটা। আজকের রাতটা শুধু আমার এই টাইপ ব্যাপার স্যাপার। আমি জানি আমি এত রাতে একা নই। আমার ঠিক বিপরীত পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে।প্রত্যেকদিন এসময় আসে কিনা জানিনা কিন্তু আমি যেদিনই আসি এদিনই দেখি। কখনো তার চেহারা দেখি নাই, দেখার ইচ্ছাও নাই। থাকুক সে তার মত
হয়ত এই রাতটা আমার নয়, তারই
# RJ Nirob#
No comments:
Post a Comment
Thanks For Your Comment