অভিমানী ভালোবাসা

প্রেম কাহানী তে কষ্ট থাকবে না সেটা কখনো হয়। আর সেটা আসল প্রেম কাহানী হোক আর গল্প কাহানী হোক । ভালোবাসা শুধু সুখের হয় না, দুখেরও হয়, তাই আমরা সেই দুঃখ কে ভুলাতে নিয়ে এসেছি কিছু সুখ আর দুঃখের কাহানী, অভিমানী ভালোবাসা।

Breaking

Friday, October 13, 2017

মাডার এখন নতুন নামে পরিচিত #ব্লু_হোয়েল

মাডার এখন নতুন নামে পরিচিত #ব্লু_হোয়েল 

মাডার এখন নতুন নামে পরিচিত #ব্লু_হোয়েল



কি বাল ডা আছে এই পোলার হাতে, সবাই
বলছে গেইমস খেলে আত্নহত্যা করছে,
আরে ভাই বুঝা উচিৎ এই গেইমস টা খেলতে
ক্রেডিট কার্ট শো করতে হয়,ডলার হিসেবে
টাকা দিয়ে লিংক কিনতে হয়,আবাল ধরনের

মাডার এখন নতুন নামে পরিচিত #ব্লু_হোয়েল


কিছু মানুষ গেইমস টা নিয়ে এত ফেসবুকে লাফালাফি করেছে যে
এখন মাডার হলে ও সেটার নাম ব্লু হোয়েল গেইমসের
নাম দিয়ে দোষীরা নিজেকে অতি সহজে আড়াল করে নিচ্ছে,
নিজে সচেতন হোন এবং অন্যেকে ও সচেতন করুন, মাডারের
পর হাতে একটা তিমি মাছের লগু একে দিলে সেটাকে গেইমস
খেলে মারা গেছে বলে ধামাচাপা দিবেন না...!!


No comments:

Post a Comment

Thanks For Your Comment