ফেসবুকে সদরঘাটের যেই ছেলেটির ছবি ভাইরাল হচ্ছে, ওটা আসলে একটা এক্সিডেন্ট। তার শরীরের কোথাও ব্লু হোয়েলের কোন চিহ্ন নাই। যেসব জায়গায় এডিট করা তিমির ছবি দেখতেছেন, ওইগুলা ফটোশপ করে এডিট করা। ব্লু হোয়েল গেমস খেললে, তার শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে স্পষ্ট কাটাছেড়ার দাগ থাকতেই হবে। ছেলেটির শরীরে কোন দাগ নাই।
হতে পারে এটা খুন, কিম্বা এক্সিডেন্ট। পুলিশ তদন্ত করছে। আমি নিজে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি। যে বা যারা, এসব ফেইক নিউজ বেশী লাইক বা শেয়ারের জন্যে এসব ছড়াচ্ছেন, তাদের কে বলবো, মাথা খাটান। use your damn brain, dont be stupid. এই গেম খেলতে গেলে, বিটকয়েন লাগে, সেটা টাকার হিসাবে অনেক.... এত টাকা দিয়ে, ওই গহীন ইন্টারনেটের জগতে গিয়ে, ওই গেম খুজে বের করা, আর সেটা কিনে খেলা, ইমপসিবল। জাস্ট ইমপসিবল। আজাইরা গুজবে কান না দিয়ে, এসব আজাইরা পোস্ট যেসব গাধার বাচ্চারা শেয়ার করে, লাইক দেয়, কমেন্ট করে, তাদের ব্লক দিয়ে, নিশ্চিন্তে ফেসবুক চালান।
No comments:
Post a Comment
Thanks For Your Comment