অভিমানী ভালোবাসা

প্রেম কাহানী তে কষ্ট থাকবে না সেটা কখনো হয়। আর সেটা আসল প্রেম কাহানী হোক আর গল্প কাহানী হোক । ভালোবাসা শুধু সুখের হয় না, দুখেরও হয়, তাই আমরা সেই দুঃখ কে ভুলাতে নিয়ে এসেছি কিছু সুখ আর দুঃখের কাহানী, অভিমানী ভালোবাসা।

Breaking

Wednesday, November 22, 2017

November 22, 2017

তোমাকে চাঁদ হতে হবে না,

তোমাকে চাঁদ হতে হবে না,

 একটা টেবিল ল্যাম্প হতে পারবে..???
আলো কম হবে, অত সুন্দর ও হবে না !
কিন্তু যতটুকু হবে, সবটা শুধু আমার ই হবে...
November 22, 2017

একটা সময় গিয়ে আপনি দূরত্বগুলো মাপতে শিখে যাবেন

একটা সময় গিয়ে আপনি দূরত্বগুলো মাপতে শিখে যাবেন, বুঝতে শিখবেন আপনি মনে প্রাণে যাকে আপন করতে চেয়েছেন সে আসলে আপনার থেকে কত দূরে।
https://heartenginers.blogspot.com/

ভালোবাসার নেশার কোন রিহ্যাব সেন্টার নেই। আপনাকে মাপতে শিখতে হবে দূরত্বগুলো।
এবার নিজের পিছন দিকে তাকান, দেখুন দেয়াল একদম পিঠ ঘেষে দাঁড়িয়ে আছে
November 22, 2017

আসলে আমাদের বর্তমান সম্পর্ক গুলা এতোটাই ক্লোজ হয়ে যাই

আসলে আমাদের বর্তমান সম্পর্ক গুলা এতোটাই ক্লোজ হয়ে যাই 

https://heartenginers.blogspot.com/

যে আমরা আমাদের বাচ্ছার নাম পর্যন্ত ঠিক করে ফেলি । কিন্তু কিছু দিন পর এই বাচ্ছার বাবা , মা দুজনই হারিয়ে যাই ।আর এই বাচ্ছা এমন এক ধরনের বাচ্ছা যার কনো অস্তিত নেই । কারন এই বাচ্ছা হল দুটি মানুষের মন যা কিনা তার বাবা , মাকে হারানোর পর এতিম হয়ে যাই ।।
November 22, 2017

একটা ছেলে যতটুকু কষ্ট মনের ভেতর লুকিয়ে রাখতে পারে

একটা ছেলে যতটুকু কষ্ট মনের ভেতর লুকিয়ে রাখতে পারে,ঠিক ততটুকু কষ্ট সমানভাবে ১০ জন মেয়েকে ভাগ করে দেওয়া হয় ১০ জনই আত্মহত্যা করবে....
November 22, 2017

সম্পর্কের মাঝে রাগ অভিমান থাকবেই...


সম্পর্কের মাঝে রাগ অভিমান থাকবেই... 


এটা সম্পর্কের একটা অংশ... এটাকে অবহেলা করা ঠিক নয় আবার বেশি গুরুত্ব দেয়াও ঠিক নয়... মাঝামাঝি পর্যায় দিয়ে চলতে হয়, যাতে কোন পাশেই ভারি না হয়ে যায়... তা না হলে সম্পর্কের নৌকাটা একপাশ ভারি হয়ে দুঃখের সাগরে ডুবে যাবে... তখন টেরও পাবে না... বুঝতেও পারবে না... খুঁজেও পাবে না !!" 

November 22, 2017

আপনার স্বপ্ন অন্য কেউ দেখে দিবেনা,

আপনার স্বপ্ন অন্য কেউ দেখে দিবেনা, পূরণও করে দিবেনা। যদি স্বপ্ন দেখার সাহস থাকে তাহলে সেটা পূরণ করার কোন না কোন পথ অবশ্যই আছে। তবে স্বপ্নটা হতে হবে জেগে দেখা স্বপ্ন।

আপনার স্বপ্নের কথা শুনে অনেকেই হাসবে, অনেকেই অসম্ভব বলবে, মনে রাখবেন তারা তাদের সামর্থ্য দিয়ে আপনাকে বিচার করছে, তাদের ব্যর্থতা দিয়ে আপনাকে বিচার করছে, বিচার করছে তাদের সাহসিকতার অভাববোধ থেকে। বিশ্বাস করেন আপনি পারবেন। আর পারবেন বলেই স্বপ্ন দেখতে সাহস করেছিলেন৷
November 22, 2017

একদিন নিষ্ঠুর মানুষের তালিকা করবো

একদিন নিষ্ঠুর মানুষের তালিকা করবো শুধু তোমার নামটা সাদা রঙ এ লিখবো যাতে কেউ বুঝতে না পারে তুমিও নিষ্ঠুর ছিলে।