আপনার স্বপ্ন অন্য কেউ দেখে দিবেনা, পূরণও করে দিবেনা। যদি স্বপ্ন দেখার সাহস থাকে তাহলে সেটা পূরণ করার কোন না কোন পথ অবশ্যই আছে। তবে স্বপ্নটা হতে হবে জেগে দেখা স্বপ্ন।
আপনার স্বপ্নের কথা শুনে অনেকেই হাসবে, অনেকেই অসম্ভব বলবে, মনে রাখবেন তারা তাদের সামর্থ্য দিয়ে আপনাকে বিচার করছে, তাদের ব্যর্থতা দিয়ে আপনাকে বিচার করছে, বিচার করছে তাদের সাহসিকতার অভাববোধ থেকে। বিশ্বাস করেন আপনি পারবেন। আর পারবেন বলেই স্বপ্ন দেখতে সাহস করেছিলেন৷
No comments:
Post a Comment
Thanks For Your Comment