একবার পড়ুন, চোখের পানি ধরে রাখতে পারবেন না
একবার পড়ুন, চোখের পানি ধরে রাখতে পারবেন না ...............................................................গতকাল, ৫ই ফেব্রুয়ারি সিলেটের আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে ২০১৮ সালের এসএসসি পরিক্ষা প্রতিদিনের মতো শুরু হয়েছে। ২০৬ নং হলে ইংরেজি ১ম পত্রের প্রশ্নপত্র ও দেয়া হল। সবাই মনোযোগ দিয়ে লিখা শুরু করল। প্রায় ১ঘন্টা শেষ। হঠাৎ করে পরীক্ষার হল থেকে করুন কান্নার শব্দ আসল। কান্নার কারন খুজতে গিয়ে ডিউটিরত ম্যাডাম দেখলেন উনার একদম পাশেই বসে সাদিয়া আক্তার মন্নি নামের মেয়েটি কান্না করছে। কান্নার কারন জানতে চাইলেন ম্যাডাম, কিন্তু মেয়েটি কোন ভাবেই বলতে পারল না তার কান্নার কারন। অনেকক্ষন পর মেয়েটি বলে উঠল ম্যাডাম আমি কোনো কিছুই লিখার খুজে পাচ্ছি না। ম্যাডাম মেয়েটিকে আবারও কান্নার কারণ জিজ্ঞেস করলে মেয়েটির কান্নার আওয়াজ আরও বেড়ে গেল এবং পরক্ষনে মেয়েটি বলে উঠে... "ম্যাডাম, গতকাল রাত আমার মমতাময়ী মা দুনিয়া ছেড়ে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন"। আজ মমতাময়ী মা'এর লাশ দাফন না করেই পরীক্ষা দিতে এসেছি। আমি আজ আসতে চাইনি, কিন্ত বিদ্যালয় এর শিক্ষকদের ও পরিবারের শান্তনামূলক পরামর্শের কারনেই আমাকে পরিক্ষায় আসতে হয়েছে। কিন্তু আমি কি লিখব ম্যাডাম? -সারা হল রুম ক্ষনিকের জন্য নিস্তব্দ হয়ে গেল। ওর সহপাঠীরা সবাই স্তব্ধ হয়ে গেছে। কাহিনী শুনে আমারও লিখতে গিয়ে বার বার হাত কেঁপে উঠছে। "বেচে থাকুক সবার মা ও বাবা" আল্লাহ পাক যেন প্রিয় বোনটির মমতাময়ী মা'কে বেহেস্তে নসিব করেন এবং পরিবারের সকলকে শোক কাটিয়ে উঠার তাওফিক দান করেন । আমিন। ( Collected)