world news
October 13, 2017
মিডিয়া মানুষকে সতর্ক করতে চাচ্ছে নাকি নিমন্ত্রণ করছে??
মিডিয়া মানুষকে সতর্ক করতে চাচ্ছে নাকি নিমন্ত্রণ করছে??
হ্যাঁ আমি "ব্লু হোয়েল" মরণ ফাঁদের কথাই বলছি।
দেশে প্রথম যখন ইয়াবার আগমণ ঘটলো তা গুটি কয়েক লোক যারা আসক্ত ছিলো তারাই ভালো জানত, সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম তা জানতই না, কিন্তু মিডিয়া এই ইয়াবা নিয়ে এত বেশী প্রচারণা করে যা মানুষকে নিরুৎসাহিত করার বদলে আরও বেশী উৎসাহী করে তোলে, ফলাফল আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন।।
"ব্লু হোয়েলও" ঠিক তাই এটা নিয়ে মিডিয়ার এত প্রচার করার দরকার ছিলো না বরং এটা কিভাবে জনসম্মুখে প্রকাশ না পায় সেটা নিশ্চিত করা দরকার ছিলো।
বর্তমান প্রজন্ম এবং আমরা হলাম এমন জাতি যাদের স্বভাবতই নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহী হয়ে পরি।
ইয়াবা যেমন গোঁপন ছিলো মিডিয়ার কল্যাণে এখন সবাই চিনে ঠিক এটাও মিডিয়ার কল্যাণে সবাই জেনে যাবে। তাই এখনো সময় আছে এটাকে এভাবে ফলাও করে প্রচারণা না করে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। সতর্কতা যেন প্রচারণায় রুপ না নেয়।
হ্যাঁ আমি "ব্লু হোয়েল" মরণ ফাঁদের কথাই বলছি।
দেশে প্রথম যখন ইয়াবার আগমণ ঘটলো তা গুটি কয়েক লোক যারা আসক্ত ছিলো তারাই ভালো জানত, সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম তা জানতই না, কিন্তু মিডিয়া এই ইয়াবা নিয়ে এত বেশী প্রচারণা করে যা মানুষকে নিরুৎসাহিত করার বদলে আরও বেশী উৎসাহী করে তোলে, ফলাফল আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন।।
"ব্লু হোয়েলও" ঠিক তাই এটা নিয়ে মিডিয়ার এত প্রচার করার দরকার ছিলো না বরং এটা কিভাবে জনসম্মুখে প্রকাশ না পায় সেটা নিশ্চিত করা দরকার ছিলো।
বর্তমান প্রজন্ম এবং আমরা হলাম এমন জাতি যাদের স্বভাবতই নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহী হয়ে পরি।
ইয়াবা যেমন গোঁপন ছিলো মিডিয়ার কল্যাণে এখন সবাই চিনে ঠিক এটাও মিডিয়ার কল্যাণে সবাই জেনে যাবে। তাই এখনো সময় আছে এটাকে এভাবে ফলাও করে প্রচারণা না করে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। সতর্কতা যেন প্রচারণায় রুপ না নেয়।